বিদ্যালয়টিতে ৩টি ভবন ও১০টি কক্ষ আছে।কাচা-১টি আধাপাকা -১টি এবংদ্বিতল ভবন-১টি। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে।
বিদ্যালয়ে ৭জন শিক্ষক ও ৪১৩ জন শিক্ষার্থী আছে।
জমিদাতা মরহুম সদর উদ্দিন সাহেবের উদ্দ্যোগে ১৯৩৮ সালে ৪৬ শতাংশ ভূমির উপর বিদ্যায়টি প্রতিষ্টিত হয়েছে।
বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করন হয়।
মোট সদস্য ১১ জন, পুরুষ-৭ ওমহিলা-৪ জন।
১০০% পাস।
শিমু শ্রেনী বাদে ৫০% হিসাবে ২০৬ জন শিক্ষার্থী উপবৃক্তি পায়।
বিগত পাচ বছরে পাশের হার ১০০% এবং বৃক্তি পেয়ে আসছে।
ভর্তি ১০০% উপথিত ৯০%।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্টা করা ।সমাপনী পরীক্ষায় সকল শিক্ষার্থীর A+ প্রাপ্তি, বিভিন্ন সহ পাঠক্রমিক কাজ সহ বৃক্তিমূলক কাজের ব্যবস্থা করা।
বিদ্যালয়টি সদর থেকে ৮ কি:মি: দূরে এবং সুগম এলাকা ।
গ্রাম:বহুরিয়া,ডাকঘর:বহুরিয়া,াুপজেলা:মির্জাপুর জেলা:টাংগাইল।
১।মো:জুয়েল রানা ২।দীপ্ত পাল দীপ ৩।দিপু পাল ৪।জাহিদ হাসান ৫।রুহুল আমিন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস